Sunday, March 21, 2021

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অধ্যায় : এক

১। সমাজ কাকে বলে? মানুষ নিজেদের প্রয়োজনে কী কী তৈরি করছে? সামাজিক পরিবেশের ্উপাদান হিসেবে বাড়ি ও বিদ্যালয়ের গুরুত্ব লেখ।

উত্তর : একই এলাকায় বসবাসরত মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে সমাজ বলে। মানুষ নিজেদের প্রয়োজনে বাড়ি, দোকান, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠসহ অনেক কিছু তৈরি করেছে। সামাজিক পরিবেশের উপাদান হিসেবে বাড়ি ও বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। বাড়িতে আমরা বাস করি আর বিদ্যালয়ে আমরা পড়ালেখা ও খেলাধুলা করি।

২। তোমার বাড়ির পাশের রাস্তাটি কোন পরিবেশের উপাদান? তোমার জীবনের উক্ত পরিবেশের পাঁচটি উপাদানের প্রয়োজনীয়তা লেখ।

উত্তর : আমাদের বাড়ির পাশের রাস্তাটি সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান হলো - বাড়ি, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠ, যানবাহন। আমার জীবনে সামাজিক পরিবেশের উক্ত উপাদানের প্রয়োজনীয়তা নিম্নরূপ ----

ক) বাড়িতে আমরা বসবাস করি।

খ) বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি।

গ) রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই।

ঘ) খেলার মাঠে আমরা খেলাধূলা করি।

ঙ) যানবাহনের মাধ্যমে আমরা  ‍দূরে বেড়াতে যাই।

৩। আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করবো? পাঁচটি বাক্যে লিখ।

উত্তর : আমরা আমাদের চারপাশে যে প্রকৃতি দেখতে পাই তা হলো - গাছপালা, পশু-পাখি, পানি, বাতাস, মাটি, নদী-নালা, মেঘ, সূর্য ইত্যাদি। এ সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো আমাদের সংরক্ষন করা উচিত। কারণ ---

ক) বেঁচে থাকার জন্য অক্সিজেন আমরা এই গাছপালা থেকে পেয়ে থাকি। তাই বেঁচে থাকার জন্য এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে।

খ) পানি ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না। তাই বেঁচে থাকার জন্য পানিকে সংরক্ষণ করতে হবে।

গ) বাতাস বা বায়ু ছাড়া কোন প্রাণী বেঁচে থাকতে পারে না। বাতাস দূষিত হলে জীবকুল হুমকির সম্মুখীন হবে। তাই জীবের বেঁচে থাকার জন্য বাতাসকে নিরাপদ রাখতে হবে।

ঘ) আমরা মাটির উপর ঘর-বাড়ি তৈরি করে শুধু বসবাসই করি না এতে কৃষি কাজের মাধ্যমে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োনীয় খাদ্য শস্য উৎপাদান করে থাকি। তাই খাদ্য খেয়ে বেঁচে থাকার জন্য মাটি ক্ষয় না করে সংরক্ষণ করা উচিত।

ঙ) নদী-নালার মাধ্যমে বসবাসকারী এলাকা থেকে ময়লা, আবর্জনা, পচা দূর্গন্ধ  জীবদেহ ভেসে যায়। এতে পরিবেশ দূষণমুক্ত থাকে। তাই নদী-নালা সংরক্ষণ করা একান্ত কর্তব্য।













0 comments:

Post a Comment