Sunday, March 21, 2021

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 

অধ্যায় : এক  

১। কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়?

উত্তর : আমাদের চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়।

২। সমাজ বলতে কী বোঝায়?

উত্তর : একই এলাকায় বসবাসরত মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে সমাজ বলে।

৩। সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও।

উত্তর : সামাজিক পরিবেশের একটি উদাহরণ হলো বিদ্যালয়।

৪। আমরা কেন যানবাহন ব্যবহার করি?

উত্তর : আমরা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ও পণ্য পরিবহনের জন্য আমরা যানবাহন ব্যবহার করি।

৫। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এ পরিবেশের উপাদানগুলো মানুষের তৈরি নয়। প্রাকৃতিক পরিবেশের উদাহরণ হলো; পশু-পাখি, মাছ, গাছপালা, মেঘ, বৃষ্টি, নদী, সূর্য, সাগর, মাটি, পানি, ফুল, লতাপাতা ইত্যাদি।

৬। প্রাকৃতিক পরিবেশ কোথায় বেশি দেখা যায়?

উত্তর : যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি সেখানে প্রাকৃতিক পরিবেশে বেশি দেখা যায়।

৭। সামাজিক পরিবেশ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : পরিবশের যে সকল উপাদান মানুষের তৈরি সে সকল উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে সামাজিক পরিবেশে বলে। সামাজিক পরিবেশের উদাহরণ হলো; স্কুল,-কলেজ, ঘর-বাড়ি, হাট-বাজার, রাস্তা-ঘাট, থেলার মাঠ, দোকান, মাদরসা-মক্তব ইত্যাদি।

৮। প্রতিবেশি কারা?

উত্তর : আমাদের বাড়ির চারপাশের বসবাসকারী সবাই আমাদের প্রতিবেশি।

৯। আমরা জলপথে কী ধরণের যানবাহন ব্যবহার করি?

উত্তর : আমরা জলপথে নৌকা, লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি ব্যবহার করি।

১০। আমরা মিলেমিশে বসবাস করি কেন?

উত্তর : বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি।

১১। দূরে যাওয়ার জন্য আমরা কী ব্যবহার করি?

উত্তর : দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, স্টিমার, লঞ্চ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করি।

১২। বিদ্যালয় আমাদের কাছে কেমন?

উত্তর : বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি।

১৩। কোথায় প্রকৃতি ছাড়া আর কিছু নেই?

উত্তর : যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি সেখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই।

১৪্। রাস্তা দিয়ে আমরা কী করি?

উত্তর : রাস্তা দিয়ে আমরা বিদ্যালয় ও হাট-বাজারে যাই এবং পণ্য সামগ্রী আনা নেওয়া করি।

১৫। যানবাহন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : যে সব বাহনের মাধ্যমে আমরা যাতায়াত করি, মালামাল আনা নেওয়া  করি সে সব বাহনকে যানবাহন বলে। যেমন; বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, স্টিমার, উড়োজাহাজ ইত্যাদি।

১৬। পরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কী কী?

উত্তর : আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবশে। পরিবেশ দুই প্রকার। যথা; প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ।

১৭। তুমি যে পরিবেশে বেড়ে উঠেছো তার ধরণগুলো কী কী?

উত্তর : আমরা যে পরিবেশে বেড়ে উঠেছি তার ধরণ দুটি। যথা; প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ।

১৮। বিদ্যালয়ে আমরা কী করি?

উত্তর : বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধূলা করি।

১৯। মানুষ েএবং অন্যান্য সৃষ্টি নিয়ে কী পরিবেশ গঠিত?

উত্তর : মানুষ েএবং অন্যান্য সৃষ্টি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত।

২০। আমাদের বিদ্যালয়ের চারপাশের সামাজিক পরিবেশের উপাদনগুলোর নাম লিখ।

উত্তর : আমাদের বিদ্যালয়ের চারপাশের সামাজিক পরিবেশের উপাদনগুলো হলো; বাড়ি, দোকান, রাস্তা, খেলার মাঠ ইত্যাদি।

২১। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান দুটি কী?

উত্তর : সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান দুটি  হলো- বাড়ি ও বিদ্যালয়।

২২। বিদ্যালয় কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর : বিদ্যালয় লেখাপড়া শেখানোর কাজে ব্যবহার করা হয়।

২৩। মানুষ নিজের প্রয়োজনে কোন পরিবেশের উপাদান তৈরি করে?

উত্তর :   মানুষ নিজের প্রয়োজনে সামাজিক পরিবেশের উপাদান তৈরি করে।











0 comments:

Post a Comment