Sunday, March 21, 2021

শুণ্যস্থান পূরণ

 শুণ্যস্থান পূরণ

অধ্যায় : এক

১। বিদ্যালয় -------পরিবেশের উপাদান।  (সামাজিক)

২। আমরা সব সময় -------- পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। ( পরিবেশ)

৩। আমাদের চারপাশের সবকিছু নিয়ে আমাদের --------। ( পরিবেশ)

৪। আমরা আমাদের চারপাশে ---------দেখতে পাই। ( প্রকৃতি)

৫। আমাদের পরিবেশে আছে নানা ধরণের গাছ, ফুল ---------। ( লতাপাতা )

৬। আমাদের প্রাকৃতিক পরিবেশে আছে বিভিন্ন ধরণের প্রাণী, পাখি ও -------। ( মাছ )

৭। আমাদের প্রাকৃতিক পরিবেশে আছে মেঘ, বৃষ্টি, নদী এবং ---------। ( সূর্য )

৮। যেখানে মানুষ বাস করে না তার চারদিকে --------ছাড়া আর কিছু নেই। ( প্রকৃতি)

৯। আমরা একা ---------করতে পারি না। ( বসবাস)

১০। আমরা -------- বসবাস করি। ( মিলেমিশে)

১১। আমরা একে অন্যকে ------------ করি। ( সাহায্য )

১২। বিভিন্ন --------- মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। ( প্রয়োজন )

১৩। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে ---------- বলে। ( সমাজ)

১৪। বিদ্যালয় আমাদের -------- পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ( সামাজিক)

১৫। একতাবদ্ধ ------------ সমাজ বলে। ( মানবগোষ্ঠীকে )

১৬। ---------- নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। ( মানুষ)

১৭। সামাজিক পরিবেশের সব কিছুই ------------ সৃষ্টি। ( মানুষের)

১৮। মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের ------- পরিবেশ। ( সামাজিক )

১৯। ---------- আমাদের সবচেয়ে বেশি পরিচিত। ( বাড়ি )

২০। বাড়িতে আমরা ----------- করি। ( বসবাস )

২১। বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান ও ---------- অংশগ্রহন করি। ( উৎসবে)

২২। বাড়ির ----------- আমরা খেলাধূলা করি। ( আঙিনায়)

২৩। বিদ্যালয়ে আমরা পড়ালেখার পাশাপাশি  ---------- করি। ( খেলাধূলা করি)

২৪। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাড়ি ও ------------। ( বিদ্যালয়)

২৫। বিদ্যালয় সামাজিক পরিবেশের ------------। ( উপাদান)

২৬। যানবাহন ------------- পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ( সামাজিক)

২৭। রাস্তা ও -------------- আমাদের অনেক উপকারে আসে। (যানবাহন)

২৮। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে ও ------------ যাই। ( হাট-বাজারে)

২৯। রাস্তা দিয়ে আমরা ------------ জায়গায় বেড়াতে যাই। ( বিভিন্ন)

৩০। দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও ---------- ব্যবহার করি। ( উড়োজাহাজ)

৩১। আমাদের চারপাশের প্রকৃতিতে আছে ---------- ধরণের প্রাণী, পাখি ও মাছ। (বিভিন্ন)

৩২। আমাদের চারপাশের সবকিছু  --------- আমাদের প্রাকৃতিক পরিবেশে গঠিত। ( নিয়েই)

৩৩। ---------- আমাদের অনেক প্রিয়। ( বিদ্যালয়)

৩৪। আমরা লেখাপড়া শিখি --------। ( বিদ্যালয়ে)

৩৫। ---------- আরও একটি উপাদান হলো যানবাহন। ( সামাজিক)

৩৬। বিদ্যালয় ------------ সৃষ্টি। ( মানুষের)











0 comments:

Post a Comment